ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে লামা ‘মহামুনি শিশু সদন’র জয়জয়কার

1

লামা প্রতিনিধি

জাতীয় পর্যায়ে আবারো সাফল্যের গল্প লিখলেন বান্দরবান জেলার লামা উপজেলার মহামুনি শিশু সদনের শিক্ষার্থীরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫ এ ৩টি স্বর্ণপদকসহ ৪টি রৌপ্য জিতেছেন তারা। গত ৯ মে থেকে ১১ মে পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন নুমে, সিংক্যউ, উথোয়াইমা, ঙেংলংরুইতুম, তুমপং,রেংহিং সহ দেশের ৮৭টি দলের মোট ৭৪০ জন খেলোয়াড়। পুরুষ ও নারী মিলিয়ে ২১টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা চলে। এতে সিংক্যউ-১টি, রেংহিং- ১টি, নুমে-২টি স্বর্ণ ও উথোয়াইম্রা,ঙেংলং,রুইতুম,তুংপং ১টি রৌপ্য অর্জন করেন। জানা যায়, মহামুনি শিশু সদনের পরিচালক ও কারাতে কোচ সিংমং ও কারাতে কোচ জ উ প্রু’র হাত ধরে তাদের কারাতে হাতেখড়ি। লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি এলাকায় শিশু সদনটির অবস্থান।
স্বর্ণ ও রৌপ্য জয়ী সিংক্যউ, রেংহিং, নুমের মতে, এই সাফল্যে আমাদের মহামুনি শিশু সদনের পরিচালক কারাতে কোচ সিহান সিংমং সেনসি এবং সেন্সি জউপ্রু’র অবদান।
স্বর্ণ ও রৌপ্য অর্জনের সত্যতা নিশ্চিত করে মহামুনি শিশু সদনের পরিচালক সিংমং বলেন, এটা মহামুনি শিশু সদনে ধারাবাহিক অর্জন। আশা করি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মহামুনি শিশু সদন শিক্ষার্থীদের অর্জন, গোটা লামা উপজেলাবাসীর জন্য একটি বিশেষ অর্জন বলে জানান, লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন।