পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ২৬ জুন সকালে বর্ণাঢ্য আয়োজনে ‘মৌসুমী ফল উৎসব’ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, অর্থোপেডিক সার্জন ডা. এ.টি.এম. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, পরিচালনা পরিষদের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, সদস্য ডা. আহমদ রহিম, ডা. আবদুল্লাহ খান ও ডা. সালাউদ্দিন এম.এ.এইচ চৌধুরী।
বক্তব্য দেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, মতলুবা নাসরিন, ইসরাতুন্নেসা মুক্তা, জিমি বড়ুয়া, জান্নাতুল মাওয়া, আতিয়া রহমানি, আ.হ.ম সাকিল, সোহানা ইসলাম ও বদরুল আহসান প্রমুখ। সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকমন্ডলীর অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মৌসুমী ফল উৎসব উদ্যাপিত হয়। অতিথিবৃন্দ মৌসুমী ফলের উপকারিতা ও রোগ প্রতিরোধে বিভিন্ন ফলের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে জাঙ্ক ফুডের পরিবর্তে মৌসুমী ফল গ্রহণ করার প্রতি উৎসাহিত করেন। বিজ্ঞপ্তি