আন্তর্জাতিক ডেস্ক
গণতন্ত্র, মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহবান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রবন্ধে, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ‘রাজনৈতিক প্রত্যাবর্তনের’ জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ইমরান খানের নামে লেখা প্রবন্ধটিতে আশা প্রকাশ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য কাজ করবে, স্থিতিশীলতা বজায় রাখবে এবং সংঘাত ও চরমপন্থার কারণগুলো প্রতিরোধ করবে। এই প্রবন্ধ আসলেই ইমরান খান লিখেছেন কিনা, এবং কীভাবে এটি ম্যাগাজিনে পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
পাকিস্তানের ‘রাজনৈতিক অস্থিরতা’ ও গণতন্ত্রের জন্য চলমান লড়াই সম্পর্কে ইমরান খান তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি দেশটিতে গণতন্ত্রের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ‘এই সময়কে’ জাতির ইতিহাসের অন্যতম চ্যালেঞ্জিং সময় বলে বর্ণনা করেছেন।
তিনি জোর দিয়ে বলেছেন যে তার কারাবাস এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে তার অবস্থানকে স্তব্ধ করার একটি প্রচেষ্টা।
তার দাবি, তার লড়াই ব্যক্তিগত নয়, বরং এটি গণতন্ত্রের বৃহত্তর ইস্যুকে কেন্দ্র করে, যার প্রভাব রয়েছে শুধু দেশের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও। পাকিস্তানের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে, ইমরান খান আন্তর্জাতিক স¤প্রদায়কে এই সংকটের তাৎপর্য অনুধাবন করার আহবান জানিয়েছেন।