মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পুনর্গঠনের লক্ষ্যে গত শুক্রবার সারাদিন ব্যাপী দোস্ত বিল্ডিং মওলানা ভাসানী অডিটোরিয়ামে শিক্ষাবিদ ফয়জুল আজিম চৌধুরী’র সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ধারণাপত্র উপস্থাপন করেন ছিদ্দিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন- আবদুল গফ্ফার খান। সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাপ পুনর্গঠন পক্রিয়ার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী বিডি রহমত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক জালাল আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন এডভোকেট আফজল আহমদ, মুশফিকুর রহমান, মাষ্টার মোফাজ্জল হায়দার, এডভোকেট আবু তাহের, এডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট মেজবাহ উদ্দিন, অধ্যাপক সামসাদ ছাত্তার, ডা.আনোয়ারুল আহসান, কৃষক নেতা নুরুল ইসলাম, শাখাওয়াত হোসেন সানু, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, শ্রমিক নেতা শিব্বির আহমদ, মোহাম্মদ সেলিম প্রমুখ। বক্তাদের অভিমত ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমতার উম্মফনের লক্ষে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে অবস্থানকারী দলের উভয়ে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে নিজ নিজ বলয়ের অন্তর্ভূক্ত করার মাধ্যমে ভোট বৈতরনী পার হওয়ার অনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে। অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, দুই বিপক্ষ শিবিরকে আজ আর আলাদা করে চিহ্নিত করার উপায় নেই। মওলানা ভাসানীর ভক্ত, অনুসারী, তাঁর চিন্তা-চেতনার প্রতি শ্রদ্ধাশীল, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, ডাক্তার, উকিল, প্রকৌশলী, ছাত্র সহ সকল শ্রণী পেশার মানুষের উপস্থিতিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পুনর্গঠনের লক্ষ্যে মাষ্টার ফয়জুল আজিম চৌধুরীকে আহব্বায়ক ও ছিদ্দিকুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট বৃহত্তর চট্টগ্রামের আহব্বায়ক কমিটি গঠন করা হয়। খবর বিজ্ঞপ্তির