নৌ-পুলিশের অভিযানে কারেন্ট জাল জব্দ

39

কর্ণফুলী থেকে বেহুন্দি ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে সদরঘাট নৌ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উজানে এ অভিযান চালানো হয়। এ সময় মৎস্য শিকারীরা জাল ফেরে পালিয়ে যায়। জব্দকৃত জালের মধ্যে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩৯৬ মিটারের পোনা মাছ নিধনে ব্যবহৃত বেহুন্দি জাল রয়েছে। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা। গতকাল রবিবার বেলা ৩টার দিকে পটিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমানকে সাথে নিয়ে সদরঘাট নৌ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। চট্টগ্রামে নৌ পুলিশের এ ধরনের অভিযান এবং পোনা মাছ ধ্বংসকারী বেহুন্দি জাল আটকের ঘটনা এটিই প্রথম।
জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র কর্ণফুলী নদীতে অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরে আসছিল। এর মধ্যে শাহ আমানত সেতুর উজানে শতাধিক মৎস্য শিকারী বেহুন্দি জাল ব্যবহার করতো। এসব জালে একেবারে ছোট পোনাও আটকা পড়ে মারা যায়। পাশপাশি মৎস্য শিকারীরা কারেন্ট জাল বসিয়ে শিকলবাহা খালের মুখে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করতো। গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ পুলিশ থানার ওসি মিজানুর রহমান ও পটিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার জাল জব্দ করেন।