নৌকা প্রতীকের সমর্থনে মামুন চৌধুরীর গণসংযোগ

25

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য ভাগিনা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-সমবায় সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী। অদ্য ১৭ মার্চ মঙ্গলবার সকাল থেকে তিনি ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ঘরে ঘরে, দোকানপাটে গিয়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ১৭ নং ওয়ার্ড এর আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী শহিদুল আলম শহীদ। উপস্থিত ছিলেন বায়োজিদ থানা আওয়ামী লীগ নেতা মাকসুদ চৌধুরী, পূর্ব নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম শাহিন, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন, মো. তাহের, মহানগর যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ, চকবাজার থানা শ্রমিক লীগ সভাপতি শাহ আলম, যুবলীগ নেতা জামাল, শামসু, আসাদ রুবেল, জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা মোবারক বাবু, তাসিন, সজীব প্রমুখ। বিজ্ঞপ্তি