নৌকা প্রতীকের পক্ষে সনাতনী নাগরিক কমিটির গণসংযোগ

44

সনাতনী নাগরিক সমন্বয় পরিষদের উদ্যোগে চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সমর্থনে গত ২৩ ডিসেম্বর সকালে গণসংযোগ করা হয়। নেতৃবৃন্দ নগরীর ফিরিঙ্গী বাজার, আলকরণ ও নন্দনকানন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এই সময় উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক ও রাউজান পৌর মেয়র দেবাশীষ পালিত, সদস্য সচিব এড. চন্দন তালুকদার, বিমল কান্তি দে, অরবিন্দ পাল অরুন, সাধন ধর, কৃষ্ণ কান্তি দত্ত, রানা বিশ্বাস, বিপ্লব চৌধুরী, রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, বিপ্লব সেন, দেবাশীষ নাথ দেবু, সুকান্ত মহাজন টুটুল, লিটন শীল, প্রকৌশলী সৈকত দাশ, প্রকৌশলী অমিত ধর, অমিত ঘোষ, রিপন রায় চৌধুরী, লিপ্টন দেবনাথ, অপরেশ দাশ, সাজু চৌধুরী, কুমার রাজর্ষি দাশ, চিন্ময় সেনগুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি