নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

68

চট্টগ্রাম- ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন ‘নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তা দেখে বিএনপি মাঠ ছেড়ে পালিয়েছে। ধানের শীষের প্রার্থীকে গত ১০ বছরে কেউ এলাকায় দেখেনি। নিজ দলের নেতা-কর্মীদের পর্যন্ত খোঁজ-খবর নেননি। আজ এলাকার মানুষ ধানের শীষের প্রার্থী সরোয়ার জামাল নিজামকে বর্জন করেছে। আনোয়ারা-কর্ণফুলীতে সব শ্রেণি-পেশার মানুষ আজকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তারা উন্নয়ন চায়। গত দশ বছরে আনোয়ারা-কর্ণফুলীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী হলে উন্নয়নের এই ধারা আরো বেগবান হবে।
গতকাল শুক্রবার চাতরী চৌমুহনী বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুচ্ছফা মেম্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামশুদ্দিন আহমদ চৌধুরী, ইয়াছিন হিরু, সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশীষ নাথ, আওয়ামী লীগ নেতা মো. নাছির, অ্যাড. নুরুল হক, যুবলীগ নেতা শাহজাহান, মো. মহসিন, মো. মিরাজ, ছাত্রলীগ নেতা মো. এরফান আলী, ফরিদুল ইসলাম প্রমুখ।
এর আগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলীর শিকলবাহা, আনোয়ারার কৈনপুরা, বদলপুরার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।