রাউজান প্রতিনিধি
রাউজান উপজেলার শতবর্ষীয় বিদ্যাপীঠ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপি বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে দুপুরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসেস লক্ষী রানী বৈদ্যের সঞ্চালনা বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু মোস্তাক আলকাদেরী, বিএনপি নুরুল আবছার, উত্তর জেলা ছাত্রদল নেতা ছোটন আজম, সাবেক ছাত্রদল নেতা আবুল কাশেম, সাবেক ছাত্রদল নেতা আবদুল হামিদ, সহকারী প্রধান শিক্ষক মো. খবির উদ্দিন, দেবু প্রসাদ বড়ুয়া, কমল বড়ুয়া, আইরিন দিলরুবা, রাসেল আচার্য, ফাতেমা নার্গিস, বিবি ফাতেমা, এম এ ফয়েজ, সজীব বড়ুয়া, এস এম সাইফুল ইসলাম, রানা সিংহ, এস এম আজাদ, মো. নাজিম উদ্দিন, পুনিমা দে, জাফর ইকবাল, নওশিন ফাবিহা, ইসরাত জাহান মুমু, নাঈমা নিগার মুন্নী, সিরাজুল মনির, মো. সাকিব।