নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির নির্বাহী কমিটি ঘোষণা

4

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অধীনস্থ নোয়াখালী, ফেনী, লক্ষীপুর জেলার সমন্বয়ে ঘটিত সর্ববৃহৎ আঞ্চলিক আইনজীবী সংগঠন বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি চট্টগ্রামের ২০২৫-২০২৬ এর কার্য নির্বাহী কমিটি ২৮ অক্টোবর নগরীর পর্যটন সৈকত হালদা হলে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র আইনজীবী ও সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল চট্টগ্রামের পি.পি আবদুস সাত্তার সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি এড. শফিকুর রহমান, এড. এস. এ মজুমদার, এড. আবদুল মোতালেব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সভাপতি এড. কাজী মোহাম্মদ সিরাজ, এড. কে.এস আব্বাসী, এড. আবুল খায়ের।
সভায় সর্বসম্মতভাবে এড. মফিজুল হক ভ‚ইয়াকে সভাপতি, এড. হারুন অর-রশীদকে সিনিয়র সহ সভাপতি, এড. জাফর হায়দার, এড. মোহাম্মদ আলাউদ্দিন, এড. মোহাম্মদ সাইফুদ্দীন মানিক, এড. শামীম মো. হোসেন খান ও এড. নিলুফার ইয়াসমিন লাভলীকে সহ সভাপতি, এড. মো. ওমর ফারুককে সাধারণ সম্পাদক, এড. মোহাম্মদ মুরশিদ আলমকে সিনিয়র যুগ্ম সম্পাদক, এড. মো. আবুল কালাম আজাদ (কাজী আজাদ)কে সাংগঠনিক সম্পাদক, এড. মাহবুবল ইসলাম, এড. আশরাফী বিনতে মোতালেব, এড. মুহা. মোশারফ হোসেন, এড. ফারুক হোসেন চৌ, এড. শাহাদাত করিম রিপনকে যুগ্ম সম্পাদক, এড. লায়লা নুর, এড. ফখরুল ইসলাম, এড. এ এস সরওয়াদী, এড. আমিন আহম্মদ লিটন, এড. সাইফুর রহমানকে সহ-সাধারণ সম্পাদক, এড. বদরুল রিয়াজকে অর্থ সম্পাদক, এড. আবিদা শারমিনকে মহিলা বিষয়ক সম্পাদক, এড. মিনহাজ উদ্দিনকে তথ্য প্রযুক্তি সম্পাদক, এড. নাসির উদ্দিন রুবেলকে সমাজ কল্যাণ সম্পাদক, এড. মমিনুল হককে দপ্তর সম্পাদক, এড. জুলফিকার হায়দারকে প্রচার সম্পাদক, এড. শাহানুর আবেদিন চৌধুরীকে সাংস্কৃতিক সম্পাদক, এড. সালাউদ্দিন হায়দার সিদ্দিকী, এড. ভুলন লাল ভৌমিক, এড. গাজী সাহেদা বেগম, এড. আবুল কাশেম মজুমদার, এড. মো. জামাল উদ্দিন, এড. মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী, এড. জাকির হোসেন, এড. রিয়াজ উদ্দিন উদ্দিন মাহমুদ, এড. গোলাম মাওলা মুরাদ, এড. মুহাম্মদ নুমান আল আসকারী দিদার, এড. হারুনুর রশীদ রাজু, এড. বিবি ফাতেমা রহমান, এড. মির্জা ইকবাল ও এড. নাজবিন সুলতানা জেনীকে সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি