নেছারিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনায় জশনে জুলুস

219

চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, গোত্রীয় শাসনের স্বৈরাচারে দগ্ধ, কতিপয় বিত্তশালীর শোষণে নিঃস্ব ও সামাজিক অনাচারে ওষ্ঠাগত মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন রাসুল (দ.)। তিনি অত্যাচারিত, নিপিড়ীত ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের শান্তির বাণী প্রচারের দায়ে স্বজাতির নির্যাতন-নিপীড়নে উপায়ান্তর না দেখে প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরতে বাধ্য হয়েছিলেন। অতীব নাতিদীর্ঘ সময়ের মধ্যেই তিনি তাঁর অনুপম আদর্শের মাধ্যমেই তাবৎ আরব উপদ্বীপকে করায়ত্বে নিয়ে আসেন। এমনকি তৎসময়ে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠাসহ অর্থনীতিকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় নবী (দ.) তাবৎ সৃষ্টি জগতের জন্য কল্যাণ স্বরূপ প্রেরিত হয়েছেন।
চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনায় শুক্রবার সকালে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত জশনে জুলুস পরবর্তী আলোচনা সভায় বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি নুরুল বশর মিয়া, সদস্য শাহজাহান চৌধুরী, উপাধ্যক্ষ আল্লামা রফিকউদ্দিন সিদ্দিকী, সাবেক উপাধ্যক্ষ আল্লামা শরীফ মোহাম্মদ সোলাইমান আল হাছানী, প্রধান মুহাদ্দিস আল্লামা এনামুল হক শিকদার, ফকিহ ড. কামাল উদ্দীন আযহারী, মাওলানা মুফতি মোস্তফা, মাওলানা শহীদুর রহমান, শিক্ষক মাওলানা আ ফ ম গোলাম মাওলা, মাওলানা মহিউদ্দিন তাহেরি, মাওলানা নুরুল বারী, মাওলানা শহীদুল ইসলাম, মো. সেলিম, মো. ইরফান, মীর্জা মহসিন, মাওলানা আবু বকর, মাস্টার হামিদুল্লাহ পাটোয়ারী, মাস্টার ফরিদুল আলম, মাস্টার খালেদ মোশাররফ প্রমুখ। জশনে জুলুসটি নেছারিয়া মাদ্রাসা থেকে বের হয়ে আকবর শাহ, সিডিএ মার্কেট, অলংকার ও একে খান গেইট প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়। বিজ্ঞপ্তি