নেইমারে উড়ল পিএসজি

36

নেইমার ও বের্নাটের গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পিএসজি। আরেক ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুলকে বিদায় করে সেরা আটের টিকেট কেটেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বরুশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলেছে পিএসজি। প্রথম লেগে জার্মান ক্লাবটির মাঠে ২-১ গোলে হেরে এসেছিল ফরাসি জায়ান্টরা। শেষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামীতায় সেরা আটে থমাস টুখেলের শিষ্যরা।
ঘরের মাঠে ৪৩ ম্যাচ পর হারের স্বাদ পাওয়া লিভারপুলের বিপক্ষে আরেক ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছে অ্যাটলেটিকোর লড়াই। ইংলিশ জায়ান্টদের ফিরতি লেগে ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথম লেগে নিজ মাঠে ১-০তে জিতেছিল ডিয়েগো সিমিওনের দল। তাতে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামীতায় কেটেছে কোয়ার্টারের টিকেট। অ্যানফিল্ডে ম্যাচের ৪৩ মিনিটে চেম্বারলেইনের পাসে বল পেয়ে জর্জিনিয়ো উইনালডাম গোল করে বসলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। ফিরে দুদলের সুযোগ গড়া-হাতছাড়ার মঞ্চে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।
দুই লেগ মিলিয়ে ১-১ সমতার কারণে খেলা তখন অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯৪ মিনিটে রবের্তো ফিরমিনো গোল করলে এগিয়ে যায় অলরেডরা। তার তিন মিনিট পর শুরু হয় অ্যাটলেটিকোর খেল। মার্কোস লরেন্তে প্রথমে সমতা ফেরান। ১০৫ মিনিটে লরেন্তের আরেক গোলে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচে টানটান উত্তেজনার সময়ে গোলের খোঁজে মরিয়া লিভারপুল, ১২০ মিনিটে আলভারো মোরাতা গোল করে উল্টো শেষ পেরেকটি ঠুকে ইয়ূর্গেন ক্লপের দলের বিদায়ঘণ্টা বাজিয়ে দেন। রাতের আরেক ম্যাচে, বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারানোর পথে রোমাঞ্চ ছড়িয়েছে পিএসজিও। করোনা ভাইরাস আতঙ্কে দর্শকশূন্য মাঠে খেলার ২৮ মিনিটে ফ্রেঞ্চ জায়ান্টদের এগিয়ে দেন নেইমার। ডি মারিয়ার কর্নারে মাথা ছুঁয়ে জাল খুঁজে নেন প্রথম লেগে মূল্যবান অ্যাওয়ে গোলটি করে আসা ব্রাজিলিয়ান তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে হুয়ান বের্নাট পিএসজিকে দ্বিতীয় গোলটি এনে দিলে কোয়ার্টারের স্বপ্ন বুনতে থাকে দলটি। দ্বিতীয়ার্ধে নেইমারকে বাজেভাবে ফাউল করে আবার ধাক্কাও দেন বরুশিয়ার এমরি ক্যান, হট্টগোল ছড়িয়ে পড়ে তাদের সতীর্থদের মধ্যেও। এমরিকে লাল কার্ড, নেইমার-মার্কুইনহোস, ডি মারিয়া ও এমবাপেকে হলুদ কার্ড দেখান রেফারি। ততক্ষণে সেরা আট নিশ্চিত হয়ে গেছে পিএসজির।