গত গ্রীষ্মে অসংখ্যবার চর্চিত হয়েছে নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন। পরে অবশ্য সেসব পূর্ণতা পায়নি। কিন্তু আরও একবার মঞ্চস্থ হতে যাচ্ছে ‘নেইমার নাটক’। আর এবার খোদ পিএসজি-ই উদ্যোগী হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বেচতে। শুধু তাই না, এজন্য তার দামও কমিয়ে আনা হয়েছে ১৫০ মিলিয়ন ইউরোয়। ‘ইএসপিএন’র লিগ ওয়ান প্রতিবেদক হুলিয়েন লরেন’স এমন খবরই জানিয়েছেন।
গতবার নেইমার নিজে থেকেই পিএসজি ছেড়ে বার্সায় ফিরতে চেয়েছিলেন। তাকে ফেরাতে চেয়েছিল কাতালান জায়ান্টরাও। এমনকি নেইমার নিজের পকেট থেকেও অর্থ খরচে রাজি ছিলেন। কিন্তু দুই ক্লাবের মধ্যে বনিবনা না হওয়ায় ভেস্তে যায় সব প্রক্রিয়া।