ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়েই ফের ফুটবল নিয়ে তার চিরচেনা কারিকুরি দেখানোর কথা। কিন্তু নতুন সমস্যা তৈরি করেছে সৌদি আরবের ফুটবল লিগের নিয়ম। স্কোয়াডে সর্বোচ্চ আটজন বিদেশি রাখার অনুমতি ছিল সেই নিয়মে, কিন্তু আল-হিলালে এখন তেমন ফুটবলারের সংখ্যা ৯। ফলে নেইমারকে জায়গা দিতে হলে একজন ফুটবলারকে ছাড়তে হবে।