বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র প্রধান খলিফা, মাইজভান্ডারী দর্শনের মানসপুত্র মরমী সাধক কুতুবুল ইরশাদ হযরত শাহ্ সুফি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ মাইজভান্ডারী (রা.)’র ৯৩তম খোশরোজ শরীফ মহাসমারোহে ফটিকছড়িস্থ বক্তপুর ভান্ডার দরবার শরীফ সৈয়দ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশেকে মাইজভান্ডারী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল সকালে খত্মে কোরআন, খত্মে গাউসিয়া, খত্মে খাজেগান, আলোচনা সভা, মাইজভান্ডারী ছেমা মাহফিল, মিলাদ কিয়াম, মাইজভান্ডারী কাওয়ালী। শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন বক্তপুর ভান্ডার দরবার শরীফের সাজ্জানশীন হযরত শাহ্ সুফি সৈয়দ নুরুল আতাহার আসিফ শাহ্ মাইজভান্ডারী (রা.)। মাইজভান্ডারী ছেমা মাহফিল ও কাওয়ালী পরিবেশন করেন সৈয়দ মোহাম্মদ নাসির কাওয়াল, মরমী শিল্পী সৈয়দ জাবের সরোয়ার ও শেখ আবুল আজাদ। পরিশেষে তার্বারুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি