সাবেক রাষ্ট্রদূত, মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নুরুল আলম চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে ফটিকছড়িস্থ মরহুমের গ্রামের বাড়িতে কোরআন তেলাওয়াত, কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। নুরুল আলম চৌধুরী ২০১৯ সালের ২৭ জানুয়ারি ৭৩ বছর বয়সে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের সরকার নিযুক্ত পরিচালক এবং পরবর্তীতে সালতানাত অব ওমানের (মাসকাট) সরকার নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেটর ছিলেন। বিজ্ঞপ্তি