নুরুছাফা চৌধুরীর ইন্তেকাল

1

রাউজানের গহিরা কলেজ, গহিরা স্কুল, কুন্ডেশ্বরী কলেজের প্রাক্তন পরিচালনা পরিষদের সদস্য, পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার, মোবারককিয়া পল্লী উন্নয়ন সমিতির আহবায়ক নুরুছাফা চৌধুরী গত শনিবার বিকেল পাঁচটায় ইন্তেকাল করেন। রবিবার বিকাল ৪টায় রাউজানের মোবারেক খীল গ্রামের নিজ বাড়ি বখতেয়ার উকিল বাড়িতে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা মাস্টার আবু জাফর সহ রাউজানের গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি