নুরালীপুর স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নলখোঁ নুরালীপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক জামসেদ আলম ফারুক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, প্রবাসী গিয়াস উদ্দিন দুলাল।
নুরালীপুর স্পোর্টিং ক্লাবের সদস্য আলা উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও শিক্ষানুরাগী কমল ত্রিপুরা, মথি ত্রিপুরা, টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম দিপেন দাশ, আরজু, রিফাত, আলমগীর হোসেন। টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে। ফাইনালে নাজিম একাদশ পশ্চিম অলিনগরকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কমফোর্ট শিরোনাম সংঘ একাদশ বারইয়ারহাট, ম্যান অব দ্য টুর্নামেন্ট সাঈদ।