বিশ্ব ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচ হোসে মরিনহো। চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর সম্প্রতি হোসে মরিনহোকে ছাঁটাই করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও।
ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল মরিনহোর। যে কারণে ছাঁটাই হওয়ার পর থেকে মুখ খুলছিলেন না সাবেক রিয়াল মাদ্রিদের এই সফল কোচ। তবে বুধবার প্রথম মুখ খুলেছেন মরিনহো।