নিহত কেএনএ সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত

2

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সাথে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) গোলাগুলিতে নিহত কেএনএ সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
রুমা থানার ওসি জানান, কেএনএ’র নিহত কমান্ডারের নাম সাংমিন বম, তিনি পুতিন নামেও পরিচিত ছিলেন। তার বাড়ি রুমার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায়। তিনি কেএনএ’র কমান্ডার হিসেবে কালেক্টর পদে দ্বায়িত্ব পালন করেছিলেন। অপরজন সৈনিক লাল হিম সাং বম। তিনি আহিম নামে পরিচিত ছিলেন। তার বাড়ি মুননোয়াম পাড়ায়। এছাড়া অভিযানকালে কেএনএ’র ১ জন সন্ত্রাসী সেনাবাহিনীর হাতে আটক হন। আটক লালসাং পাস্সান বমকে রুমা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, বৃহস্পতিবার রাতে নিহত কেএনএ’র দুইজনের মরদেহ রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্তের জন্য আনা হয়। রাত ১১ টার দিকে ময়নাতদন্ত শেষে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের আত্মীয়-স্বজনকে মরদেহ নিয়ে যেতে বলা হয়েছে।
সূত্রে জানা গেছে, সাংমিন বম সম্প্রতি পাইন্দু ইউনিয়নের জুরভারং পাড়ার পার্শ্ববর্তী গহীন জঙ্গলে আস্তানা গড়তে চেয়েছিলেন। স্থানীয়দের সহযোগিতা না পাওয়ায় সেখান থেকে চলে আসেন। এরপর নিজ বাড়ি মুয়ালপি পাড়ার পার্শ্ববর্তী এলাকায় আস্তানা গড়ে তোলেন।