নিষ্পাপ অটিজম স্কুলে নারী দিবস উদযাপন

122

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৬ মার্চ শুক্রবার নিষ্পাপ অটিজম স্কুলের পক্ষ থেকে বিশেষ সন্তানের মায়েদের এবং শিক্ষকদের -(যাঁরা সকলেই নারী) সম্মাননা দিল নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন। সম্মাননা পেয়ে মায়েরা আবেগাপ্লত হয়েছেন। এবং উদ্যোক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি এম নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি ডাঃ বাসনা মুহুরী, সধারণ সম্পাদক প্রকৌঃ ঝুলন কুমার দাশ, অধক্ষ্য সোমা চক্রবর্তী। এতে প্রধান অতিথি ছিলেন সুইড বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জনাব জওহারুল ইসলাম মামুন, বিশেষ অতিথি ছিলেন ডা. অজান্তা রানী সাহা, মহাসচিব সুইড কেন্দ্রীয় কমিটি এবং সুইডের কার্যকরী কমিটির আরও কয়েকজন এতে সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদেরকে সম্মানিত করা আমাদের অর্থাৎ সমাজের দায়িত্ব। সংসার পরিচালনা থেকে শুরু করে এমন কোন কাজ নেই যা মায়েরা করছেন না। এখনও প্রায়শই আমাদের সমাজে, পরিবারে মাদেরকেই অভিযুক্ত করা হয় বিশেষ সন্তানের জন্মদানের জন্য। মায়েরাই তাঁদের সন্তানের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে তাঁর সন্তানকে স্বাবলম্বী করার জন্য, বাবারাও করছেন, তা সংখ্যায় অনেক কম। মা কখনও এককভাবে দায়ী নয় এমন সন্তানের জন্মের জন্য। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই যাতে মায়েরা কোথাও আর কোন ভাবেই অবহেলিত ও অসম্মানিত না হয়। এসমাজে আজকে আমরা সে শপথ নিই যারা যেখানেই আছি তারা নারীদের প্রতি সম্মান জানাব, তাহলেই আন্তর্জাতিক নারী দিবস পালন সার্থক হবে। বিজ্ঞপ্তি