নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

5

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আদনান খুরশিদ দিগন্তকে গ্রেপ্তার করেছে নগর ডিবি পুলিশ। গত শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। জুলাই-আগস্টের আন্দোলনে তাকে লাঠিসোটা হাতে ছাত্র-জনতার ওপর হামলা করতে তাকে দেখা গিয়েছিল। তিনি মুরাদপুরে ছাত্র হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
দিগন্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট শিকদার পাড়ার খুরশিদ আলমের ছেলে। বর্তমানে থাকেন পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায়। তার পিতার প্রফেসর খুরশিদ আলম নগরের পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকার লাইম লাইট স্কুলের প্রিন্সিপালের দায়িত্বে আছেন। তিনি নিজেও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
ডিবির পরিদর্শক মুহাম্মদ শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিগন্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মুরাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুরাদপুরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন দিগন্ত। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় রয়েছে অস্ত্র মামলা। এ মামলায় নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক ইসকন মন্দিরের সামনে থেকে ডাকাতি প্রস্তুতির সময় র‌্যাবের হাতে আটক হয়েছিল। এ সময় তার কাছ থেকে ছয়টি ছুরি ও খুর উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর ডিএডি মো. আব্দুল মতিন বাদি হয়ে মামলা করেছিল। কিন্তু নওফেল প্রভাব খাটিয়ে তাকে ছাড়িয়ে নেন।