নিজস্ব প্রতিবেদক
আইন ভঙ্গ করে নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ওষুধ প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যাপারে সতর্ক করা হয়। গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের মেইন গেট ওআর নিজাম রোড এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিক্রয় নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে দুই লাজ ফার্মাকে ৩০ হাজার টাকা ও কিউএমএস ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্প্রতি করোনাভাইরাস কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিকে কেন্দ্র করে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর অতিরিক্ত দাম রাখার বিরুদ্ধে অভিযান অভিযান শুরু করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ওষুধ তত্ত¡াবধায়ক মোহাম্মদ ফজলুল হক বলেন, দোকানে নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০ (খ) ধারায় মোবাইল কোর্টের মাধ্যেমে দুটি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, সম্প্রতি করোনার সংক্রামণ দেখা দিয়েছে।এ কারণে প্রতিটি দোকানে নিম্নমানের মাস্ক বিক্রি না করতে উৎসাহিত করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফজলুল হক, রাঙামাটি জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক আবিদ আহসানসহ ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।