নির্বাচিত হলে ভাসমান বাস্তুহারাদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেয়া হবে

25

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন, নগরীর বিভিন্ন স্থানে অসংখ্য ছিন্নমূল বাস্তুহারা মানুষের বসবাস রয়েছে। যারা পাহাড়ের পাদদেশ, রেলওয়ে ষ্টেশন ও বাস টার্মিানালের মত ঝ‚ঁকিপূর্ণ স্থানে মানবেতর জীবনযাপন করছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এরা সার্বিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাই নির্বাচিত হলে এদের পুনর্বাসনসহ প্রতিটি ওয়ার্ডে একটি করে নৈশ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হবে। উপরন্তু বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে বসবাসকারী শিক্ষার্থীদের বৃত্তিমূলক কারিগরী শিক্ষার কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে তাঁকে চসিক নির্বাচনে মেয়র পদে ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। গত ১৬ মার্চ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব এম ওয়াহেদ মুরাদ অক্সিজেন, বায়েজিদ, বটতল, আমানবাজার, লালিয়ারহাট, চৌধুরীহাট, ফতেয়াবাদ, ছড়ারক‚ল ও নন্দিরহাট এলাকায় গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কাজী জসিম উদ্দীন, ইসলামিক ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স ম শহীদুল হক ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার নেতা প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা ছালেহ আহমদ আনছারী, ইসলামিক ফ্রন্ট উত্তর জেলার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, উত্তর জেলা ইসলামিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম নেজামী প্রমুখ। বিজ্ঞপ্তি