মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশের জনগণ গত ১৭ বছর ধরে তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করেছে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে স্বৈরাচারী সরকারের ভয়াবহ জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা এদেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে। তিনি গতকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৫নং বাগমনিরাম ওয়ার্ডস্থ দামপাড়া ১নং লেনে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর বিএনপির সাবেক সদস্য রফিক সর্দারের সভাপতিত্বে ও যুবদল নেতা মো. ইদ্রিসের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শাহ আলম, শফিক আহমদ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন, সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজ, বিএনপি নেতা খোরশেদুর রহমান, হাফিজুর রহমান কচি, জামাল সরদার, শামসুদ্দোহা, ওবায়দুল হক, জাহাঙ্গীর আলম, মোহন সরকার, মনিরুল ইসলাম বাবু, মো. ফোরকান, মো. রহমত, মো. শাহজাহান, কামরুন নাহার লিজা, আমিন উল্লাহ, আবদুস সাত্তার, মো. হাসান, আবুল হোসেন, মো. ইকবাল, মো. সোহেল, আহমদ মিয়া, মো. মিন্টু, মো. মামুন, মো. রিপন, মো. পাপ্পু প্রমুখ। বিজ্ঞপ্তি