বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, মানুষ ভোট দিতে পারেনি। এমনকি ইভিএম -এ ও ব্যাপক ভাবে অনিয়মের ঘটনা ঘটেছে। যা দু:খজনক। জনগণকে জিম্মি করে, প্রশাসনকে ব্যবহার করে একচেটিয়া নির্বাচনকরে এভাবে দেশ চলতে পারেনা। এসব পরিবর্তন সময়ের দাবীতে পরিণত হয়েছে। মানুষের ভোট সহ যাবতীয় নাগরিক অধিকার রক্ষা করা সরকারের দায়িত্বও বটে। গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সদ্যসমাপ্ত নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মোমবাতি প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম এর নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও পটিয়ায় নির্বাচনী সহিংসতায় শাহাদাত বরণকারী ছাত্রসনো কর্মী মুহাম্মদ আবু ছাদেকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচনী প্রধান এজেন্ট নুরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে ও যুবনেতা মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আন্তর্জাতিক সচিব ড. সৈয়দ জালাল উদ্দিন আযহারী। বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সাংসদ পদপ্রার্থী, যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক ড. মাওলানা মাওলানা মতিউল ইসলাম, নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট নেতা গিয়াস উদ্দিন নিজামী, নগর উত্তর ইসলামী ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল করিম সেলিম, নগর দক্ষিণ ফ্রন্টের শিল্প ও বাণিজ্য সম্পাদক কাযী মুহাম্মদ হানিফ, মাওলানা আবু ছাদেক আল কাদেরী, নগর উত্তর যুবসেনা সভাপতি মুহাম্মদ জসীম উদ্দিন, উত্তর জেলা যুবসেনা সভাপতি মুহাম্মদ ইসমাইল, দক্ষিণজেলা যুবসেনার সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালাউদ্দিন খোকন, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এইচ এম শহীদ উল্লাহ, সহ সভাপতি নুরুল্লাহ রায়হান খান, সহ সাংগঠনিক সম্পাদক দীদার কাদেরী, ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ বেলাল হোসাইন, মাওলানা সোহাইল উদ্দিন আনসারি, নুরুল ইসলাম শাকিল, যুবনেতা আবদুল কাদের রুবেল, নগর উত্তর সেনা সভাপতি শায়ের মাছুমুর রশিদ কাদেরী, সৈয়দ মোফাচ্ছেল টিপু। খবর বিজ্ঞপ্তির