নির্বাচন নিয়ে কথা বলার সময় এখনও আসেনি

1

ঢাকা প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভালো একটি নির্বাচন করতে আমরা ওয়াদাবদ্ধ হলেও এখনও নির্বাচন নিয়ে কথা বলার সময় আসেনি। তিনি বলেন, আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রæততম সময়ে নির্বাচন দেওয়া।
ইসি বলেন, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, সেখানে আমাদের আর কোনও বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া।
গতকাল সোমবার নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নতুন কমিশন দায়িত্বগ্রহণ করার পর গতকাল কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে, সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কী চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া ভেরি সিম্পল। একটা সুন্দর নির্বাচন।
তিনি বলেন, আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক নির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহির ব্যাপারে আলোচনা হয়েছে।
কী ধরনের চ্যালেঞ্জ মনে করছেন জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। তবে আমরা কমিশন সমন্বিতভাবে চ্যালেঞ্জকে একটি অপরচ্যুনিটি মনে করি। এটাকে অপরিচ্যুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের আর কোনও বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। আমরাই সেই ব্যক্তি, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন। এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করবো। আমরা ওয়াদাবদ্ধ।
নতুন এ কমিশনার বলেন, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন যে, এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রæততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো হতে হবে। সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলবো।
তিনি বলেন, এটা শুধুমাত্র দায়িত্ব নয়, এটা আমাদের দায়বদ্ধতা। ইনশাআল্লাহ, আমরা এই দায়বদ্ধতা পূরণ করবো। আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদের নির্বাচন করা হয়েছে, আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্ব মনে করছি।
এর আগে, সকাল পৌনে ৯টার দিকে নির্বাচন ভবনে আসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এর পাঁচ মিনিট পর আসেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। বাকি নির্বাচন কমিশনাররা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেই কার্যালয়ে আসেন। সকাল ১১টার দিকে তারা ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর দুইটার দিকে ইসি সানাউল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।