নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে

1

পটিয়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সরকারকে সংস্কারের পাশাপাশি রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। একদলের প্রতি অনুরাগ দেখানো হলে জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। তাই সরকারকে সকল দলের প্রতি সমান দৃষ্টি দেয়া দরকার। কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজনে সকল দলের পরামর্শের ভিত্তিতে নির্দিষ্ট বিষয়ে ঐক্যমত হলে সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। অন্যথায় আস্থার ঘাটতিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না, ফলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে। আগামীর সংসদ নির্বাচন খুব বেশি চ্যালেঞ্জের। তাই আসন্ন নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলার ৬ আসনের প্রার্থীদের বিজয়ী করতে জনগণকে সাথে নিয়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, মাওলানা আবুল ফয়েজ, অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ ও অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, সাংগঠনিক পক্ষ চলাকালে সংগঠন স¤প্রসারণের পাশাপাশি সংগঠনের মজবুতের জন্য পদক্ষেপ নিতে হবে। প্রতিটি ইউনিটের কাজকে গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সফর বৃদ্ধি করতে হবে। সহযোগী ও সমর্থকদের কাছে গিয়ে তাদের সংগঠনমুখী করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নির্বাচনের জন্য এখন থেকে ডোর টু ডোর সফর করে মানুষের মাঝে নির্বাচনের গণজোয়ার সৃষ্টি করতে হবে।
জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে সংগঠন সম্প্রসারণ ও মজবুতে অর্জনের লক্ষ্যে সকলকে ময়দানে তৎপরতা বৃদ্ধি করতে হবে। অতীতের ন্যায় ত্যাগ স্বীকার করার পাশাপাশি ময়দানের প্রত্যাশা পূরণ করলেই নির্বাচনে বিজয় আমাদের নিশ্চিত হবে। তিনি আরও বলেন, ইতোপূর্বে ঘোষিত ৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাছের, চট্টগ্রাম-১২ আসনে ডা. ফরিদুল আলম, চট্টগ্রাম-১৩ আসনে অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে ডা. শাহাদৎ হোছাইন, চট্টগ্রাম-১৫ আসনে সাবেক এমপি শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সকলের প্রতি আহবান জানান।