পটিয়া : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুচ্ছফা সরকার পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। পটিয়াসহ দেশের উন্নয়ন চাইলে লাঙ্গলে ভোট দিন। তিনি বলেন, পল্লীবন্ধুর হাত ধরেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। গত ১৬ ডিসেম্বর দিনভর উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডালগাঁও, হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই, পাচুরিয়া, কোলাগাঁও ইউপির নলান্ধা, সফর আলী মুন্সির হাট, বাদামতলসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ও দক্ষিণ জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সরকার, জেলা জাপার সহ-অর্থ সম্পাদক মাহদুল্লাহ বেঙ্গল, পটিয়া জাপার সভাপতি মো. হান্নান চৌধুরী, পটিয়া উপজেলা জাপার সহ-সভাপতি ফরহাদুল ইসলাম বাবুল, নুর আলী সওদাগর, জেলা জাপা নেতা হাজী নুরুল ইসলাম সওদাগর, আজিজ মিয়া সওদাগর, মো. কাশেম, মো. রুবেল, পটিয়া পৌরসভা জাপার সেক্রেটারী এটিএম শাহাদাত ইসলাম, জসিম উদ্দীন বাবর, রুবেল, এমরান হোসেন মুন্না, রুবেল খাঁন মহানগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক এম, আজগর আলী, মো. ইদ্রিস, ইমরান, আবদুস শুক্কুর প্রমুখ। গণসংযোগকালে জাপার প্রার্থী নুরুচ্ছফা সরকার আরো বলেন, দলীয়ভাবে তাকে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে পটিয়ার উন্নয়নকে আরো গতিশীল করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সময়েও পটিয়াতে দৃশ্যমান উন্নয়ন হয়েছিল। ওই উন্নয়নের চিত্র আবারও পটিয়াবাসী দেখতে চাইলে লাঙ্গল মার্কায় ভোট দিন।
ইসলামিক ফ্রন্ট: চট্টগ্রাম-১২ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম বলেছেন, কৃষিকে উপেক্ষা করে শিল্পায়ন কখনও মানবজাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত হতে পারে না। কেননা শিল্প বিপ্লবের পূর্বশর্ত হলো কৃষি বিপ্লব। তাই কৃষি উপকরনে ভর্তূকি বৃদ্ধির মাধ্যমে কৃষি উপকরণ সহজলভ্য করা কৃষি ঋণের পরিধি সম্প্রসারণ ও প্রাপ্তি নিশ্চিতকরণ তথা প্রকৃতি নির্ভর এবং পশ্চাৎপদ কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানো, কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা গ্রহণ সহ কৃষি ভিত্তিক ক্ষুদ্র-মাঝারি শিল্প স্থাপনকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও গ্রাম-শহরের মধ্যকার বৈষম্য দূরীভুত করা সহ গ্রামীণ উন্নয়নে নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৫টায় পটিয়া থানাধীন পশ্চিম থানা মহিরায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি উপরোক্ত মন্তব্য করেন। বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন মক্কা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার সহ সভাপতি জামাল উদ্দীন চৌধুরী, সহ সাধারন সম্পাদক আলহাজ হারেছ উদ্দীন দৌলতী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, বিশিষ্ট ব্যাংকার সেকান্দর, রহমান খান কায়সার, হাফেজ মুহাম্মদ মোরশেদ, কাজী মাওলানা নুরুল আলম, মুহাম্মদ ইব্রাহিম খলিল, আব্দুল্লাহ আল মুমিন, মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ তারেকুল ইসলাম তানিম প্রমুখ। এসময় বভিন্ন পেশাজীবি ও অসংখ্য সাধারণ মানুষ তাকে চেয়ার প্রতীকে ভোট প্রদানের আশ্বাস দেন।
ফটিকছড়ি : চট্টগ্রামের-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর মোমবাতি প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত সোমবার মাইজভান্ডার দরবার শরীফে প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনকালে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, অতীতে সৎ, যোগ্য ও জনদরদী প্রতিনিধি না হওয়ায় ফটিকছড়ি ভয়াল সন্ত্রাসের জনপদে পরিনত হয়। আগামী সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে রায় দিয়ে আমাকে নির্বাচিত করলে আতঙ্কের জনপদ ফটিকছড়িকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমে পরিণত করা হবে। তিনি সত্যিকার জনদরদী, সৎ, যোগ্য ও সূফি ভাবধারার জনপ্রতিনিধি নির্বাচিত করতে সবার প্রতি আহব্বান জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট উত্তর জেলার সহসভাপতি মাওলানা আব্দুল খালেক আল-কাদেরী, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী, দৌলতপুর কাদেরীয়া দারুস্্ সুন্নাহ দরবার শরীফের পীর আব্দুল হালিম আল-কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার মাওলানা সোলায়মান আনসারী, ফটিকছড়ি জামেয়া উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম কাশেম আল-কাদেরী, উপাধ্যক্ষ মাওলানা তৈয়ব খান আল-কাদেরী, উপধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী প্রমুখ।
রাউজান : রাউজান ৬নং সংসদীয় আসনে এবিএম ফজলে করিম চেীধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণাকালে সামাজিক ও সংস্কৃতিক সংগঠন আলোছায়ার সভাপতি শ্রী লক্ষী কান্ত চৌধুরী বলেন, রাউজানে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিন। এ সময় উপস্থিত ছিলেন সাকেরুল আলম জাহেদ, ডা. চিত্ত বড়ুয়া, ডা. কায়দে আজম, শিক্ষক পরিতোষ পালিত, সাগর দাশ, আকবর খান, মো. রিপন, মো. সামাদ, সোহেল দাশ, নিকাশ দাশ, শুভ চন্দ, মো. হারুন প্রমুখ।