রাঙ্গুনিয়া আ.লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ২৩ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এদিন সকাল ১২টার দিকে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন এনজিও ও সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। এরপর দুপুর ১টার দিকে দলীয় কার্যালয়ে উপজেলার আলেম সমাজের সাথে মতবিনিময় করেন তিনি। পরে উত্তর রাঙ্গুনিয়ার স্বনির্ভর রাঙ্গুনিয়া, হোছনাবাদ, লালানগর, দক্ষিণ রাজানগর ইউনিয়নের জনসাধারণ নিয়ে ধামাইরহাটস্থ উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নে বদলে যাচ্ছে দেশ। অন্যদিকে দেশকে পিছিয়ে নিতে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে এবং উন্নয়ন অব্যাহ রাখতে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাদেকুন নূর সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়াারম্যান মুহাম্মদ আলী শাহ, সদস্য ও আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইফতেখার হোসেন বাবুল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, রহিম উদ্দিন চৌধুরী, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, মির্জা সেকান্দর হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক মিয়া, রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, ছাত্রলীগ সভাপতি নুরুল আলম। পরে উপজেলার ইসলামপুর ও রাজানগর ইউনিয়ন নিয়ে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেন ড. হাছান মাহমুদ। রাজানগর ইউনিয়নের রাণীরহাট বাজার প্রাঙ্গনে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু সৈয়দ।
রাউজান আ.লীগ প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী : রাউজানের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকের ভোট দিনে একাট্টা হয়েছেন পশ্চিম গুজরা ইউনিয়নের জনসাধারণ। গত রবিবার দিনব্যাপী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী সমর্থণে ৯টি জনসভা ও গনংসযোগকালে ব্যাপক মানুষের উপস্থিতিতে এটি লক্ষ্য যায়। অন্যদিকে এখনো পর্যন্ত বিএনপির পক্ষে কোন ব্যক্তি বা প্রার্থী গণসংগোও করে নি। এলাকার ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফের সভপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের জনসভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক দত্ত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস ছালাম, সাধারণ সম্পাদক আলহাজ এমএস আজম খান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামিমা আকতার, উপজেলা আওয়ামী লীগের সদস্য অংশুমান বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক, তথ্য ও গবেষনা সম্পাদক কানুরাম দাশ, আদুর রাজ্জাক, মঞ্জুর মোরশেদ, রনদীশ বড়ুয়া, আবদুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম লিটন, প্রদীপ বড়ুয়া, লিয়াকত আলী, ডা.শাহাদাত হোসেন, জামাল মেম্বার, ডা. রব্বান, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন তৌহিদ, যুবলীগ নেতা আবদুল হামিদ, জালাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, অজিত মেম্বার, নাছির উদ্দিন সোহেল, বদিউল আলম, মো.ইব্রাহিম, পূর্ব গুজরা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কামাল মিয়া, ফয়সাল মাহমুদ তৃষাদ, গুজরা অটোরিক্সা চালক সমিতির সভাপতি লেদু মিয়া ও মো. আজগর।
সীতাকুন্ড নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আলহাজ দিদারুল আলম : সীতাকুন্ডের মানুষের ভালোবাসা ও আস্থাকে পূঁজি করে উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে, উন্নয়নে সকাল থেকে গভীর রাত অবদি বিরামহীন কাজ করে চলছি। তাই আগামী ৩০ তারিখ নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও শান্তির অগ্রযাত্রা অব্যাহত রাখি। গত রবিবার সীতাকুন্ড পৌরসদরে দক্ষিন বাইপাসে পৌর-আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে উপরোক্ত কথা বলেন নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আলহাজ দিদারুল আলম এমপি। পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.জে.এম হোসেন লিটনের পরিচালনায় কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুন, সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, সহ-সভাপতি গোলাম রব্বানী, মো. কামাল উল্লাহ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, নাজিম উদ্দিন কনক, মেজবাহ উদ্দিন, পৌর কাউন্সিলর হারাধন, জুলফিকর আলী মাসুদ শামীম, শফিউল আলম মুরাদ, মাঈমুন উদ্দিন মামুন, মফিজুর রহমান প্রমুখ।
কেন্দ্রীয় ছাত্রলীগ ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ : গত ২৪ ডিসেম্বর রবিবার কেরাণীহাট থেকে শুরু করে সাতকানিয়া পৌরসভা, মার্দাশা, আমিলাইশ, নলুয়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ এবং প্রচারণা করেছেন। প্রচারণায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটির প্রধান জায়েদ বিন জলিল, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, সমন্বয়ক কমিটির সদস্য ইমরান হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসেক হাসান, শাহাদাত হোসাইন রুবল, আব্দুল্লাহ আনোয়ার সজিব, সাদ, মিশকাত কবির, আব্দুল আজিজ, সাদ্দাম হোসাইন মানিক, জয়নাল আবেদীন রুবেল, তোহা কলিমুল্লাহ, রাশেদুল ইসলাম ইমন, মাহাফুজুর রহমান সজল,ইয়াসির আরাফাত মিশু, ওমর ফারুক, মো. রিদুয়ান, মো. খোকন, আরফিন তুহিন, মো. আরমান, সংজিৎ, মাঈনু উদ্দিন, রিয়াদ হোসেন, সাদিয়া সোলতানা প্রমুখ।
সাতকানিয়ায় নৌকা প্রতিকের পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী প্রচারণা : মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডের উদ্দ্যোগে গত ২২ ডিসেম্বর কমান্ডার আবু তাহের এল এম জি’র নেতৃত্বে সাতকানিয়া উপজেলার ঢেমশা, নলুয়া, আমিলাইষ ও চরতী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও সর্বস্তরের জনগনের মাঝে চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামীলীগ ও মহাজোটের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী’র সমর্থনে নৌকার পক্ষে মুক্তিযোদ্ধারা ভোট প্রার্থনা করেন ও উন্নয়নের লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এল এম জি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আগামী ৩০ শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার উদাত্ত আহব্বান জানান। এ সময় বিশেষ ছিলেন আমিলাইষ ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হানিফ, সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মাবুদ মাষ্টার, নুরুল ইসলাম, হুমায়ন কাদের, ননী গোপাল আচার্য্য, নুর আহমদ, নুরুল আলম, ছৈয়দ আহমদ, বাদল ও মাস্টার জানে আলম প্রমুখ।
চন্দনাইশ : দক্ষিণ জেলা আ.লীগের সাধরাণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, গনতন্ত্র, উন্নয়ন ও সংসদীয় সরকার ব্যবস্থার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। নির্বাচনের মাধ্যমেই জনগণ রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। তাই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো গণতান্ত্রিক চেতনা সম্পন্ন প্রত্যেক ব্যক্তির ভেতর নিহিত সার্বভৌমত্ববোধের পরিপূর্ণ রাজনৈতিক বিকাশ নিশ্চিত করা। বাংলাদেশ রাষ্ট্র জনগণের সার্বভৌম ক্ষমতা জাতীয় সংসদের মাধ্যমে প্রয়োগ করে থাকে। জনগণ রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ নেয় তাদের নির্বাচিত গণপ্রতিনিধিদের মাধ্যমে। গত ২৩ ডিসেম্বর চট্টগ্রাম-১৪ আসনের আ.লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে হাশিমপুর ও চন্দনাইশ পৌর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আবদুল কৈয়ুম চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, আবু তাহের চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এড. নজরুল ইসলাম, আ.ন.ম হাছান চৌধুরী, কমরুদ্দিন, আবদুর রহিম প্রমুখ। এদিকে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী বরমা-বৈলতলী এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান, আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল, নুরুল ইসলাম প্রমুখ।
রাঙ্গামাটি আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার : গত ২৩ ডিসেম্বর কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এর আগে চিৎমরমের চাকুয়া পড়া, মুসলিম পাড়া, কাপ্তাইয়ের প্রজেক্ট, শিল্প এলাকা, কেপিএমের সিনামাহল সহ কয়েকটি এলাকায় প্রচারণা চালান তিনি। তিনি আরও বলেন, নির্বাচনে জয়লাভ করলে কাপ্তাইয়ের নতুন বাজারের নালা, ড্রেনের সমস্যা সহ কি কি সমস্যা আছে সব আমি অবশ্যই সমাধান করে দিবো। একই সাথে কাপ্তাইয়ের কিছু এলাকা মৌজা করার ব্যাপারে আমরা প্রক্রিয়া চালাচ্ছি। সেই প্রক্রিয়াকে আমরা আরও বেশি বেগবান করবো। যাতে করে নতুন বাজার সহ কিছু এলাকাকে আমরা মৌজা করতে পারি। এছাড়া কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদকে মডেল মসজিদে রুপান্তর করার বিষয়ে আমরা আপনাদের সাথে একমত। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, কাপ্তাই আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী প্রমুখ।
বোয়ালখালী ইসলামী ফ্রন্ট মনোনিত প্রার্থী স.উ.ম. আবদুস সামাদ : আহ্লে সুন্নাত ওয়াল জামাত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনিত প্রার্থী স.উ.ম. আবদুস সামাদ মোমবাতি প্রতীকে ভোট চেয়ে বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গত ২৩ ডিসেম্বর তিনি উপজেলার আহলা দরবার শরীফ, ইমামুল্লারচর, খিতাপচর, লালারহাট বাজার, আমৃতলা, ঘোষখীল, শাকপুরা চৌমুহনী, তাজিবীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা, পশ্চিম শাকপুরা ও চরখিদিরপুর এলাকায় শতাধিক নেতা কমৃীকে সাথে নিয়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স.ম এনামুল হক, সহ-সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতি, মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. আকতার হোসাইন তালুকদার, বোয়ালখালী পৌরসভার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, আলম খান চৌধুরী প্রমুখ।
পটিয়ায় মঈনউদ্দীন চৌধুরী হালিম: চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম বলেছেন, অসংখ্য ধর্মানুরাগী মানুষের আবাসস্থল এ উপজেলায় ইসলামী শিক্ষার্জন ও গবেষণার জন্য নামমাত্র দু-একটি প্রতিষ্ঠান রয়েছে। যা বৃহদাকারের এ উপজেলার জনসংখ্যার তুলনায় অপেক্ষাকৃত অপ্রতুল। গত ২৩ ডিসেম্বর রোববার সকাল ১০টায় পটিয়া থানাধীন হুলাইন, মুকুটনাইট, গৈরালার টেক, শাহাগদি মার্কেট এলাকায় গনসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় গণসংযোগে অংশগ্রহণ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এম এম নাঈম উদ্দীন, সহ সভাপতি আহসানুল আলম, ইসলামিক ফ্রন্ট দক্ষিণ জেলার সহ সাধারন সম্পাদক স ম শওকত আজিজ, পটিয়া উপজেলার সহ সভাপতি জামাল উদ্দীন চৌধুরী, সাধারন সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, আলহাজ হারেছ উদ্দীন দৌলতী, আবু নোমান বাদশা, সেকান্দর রহমান খান কায়সার, হাফেজ মুহাম্মদ মোরশেদ, আলহাজ্ব মুহাম্মদ ইছহাক, মুহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রসেনা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, তসলিম উদ্দীন, মুহাম্মদ তারেকুল ইসলাম তানিম, আব্দুর রহমান, হাফেজ মোহাম্মদ সাদেক প্রমুখ। বিজ্ঞপ্তি