দিন কয়েক আগেই জানা গেছে বাংলাদেশে আসন্ন সফর পেছানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিরিজ পেছানোর কারণ হিসেবে স্পষ্ট করে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে, বর্তমানে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। বিবিসি বাংলার খবরে বলা হচ্ছে, নির্ধারিত সময়ে এই সিরিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ভবিষ্যৎ সফর অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু বিবিসি বাংলায় বুধবার প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড এই সফরের জন্য এখনেও কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি। বিবিসির খবর অনুযায়ী, এই সফর পুরোপুরি বাতিল না করে আগামী বছর (২০২৬) আইপিএলের পর করার জন্য বিসিবিকে ভেবে দেখতে অনুরোধ করেছে বিসিসিআই।