‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্য সামনে রেখে ২২ অক্টোবর থেকে শুরু হওয়া নিরাপদ সড়ক সপ্তাহ পালন উপলক্ষে ‘সড়ক হোক সকলের জন্য নিরাপদ’ শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংগঠন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর উদ্যোগে গঠিত পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) চট্টগ্রামের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে আছে- নগরীর চারটি উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি, গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়, পিআইজি সদস্য/সদস্যাদের ত্রৈমাসিক সমন্বয় সভা, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও র্যালি, পদযাত্রা ইত্যাদি। ২৩ অক্টোবর নগরীর একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত পলিসি ইনফ্লুয়েন্স গ্রæপ (পিআইজি) সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
পিআইজি চট্টগ্রামের সভাপতি ও কলামিষ্ট মুহাম্মদ মুসা খানের সভাপতিত্বে, সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশের বার্তা প্রধান আবু মোশাররফ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রিয় কার্যকরী পর্ষদের সহ-সভাপতি ও চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ)’র চেয়ারপার্সন এস এম নাজের হোসাইন। আলোচনায় অংশ নেন ক্যাব চট্টগ্রামের সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, অধিকার চট্টগ্রামের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, যুগ্ম সদস্য সচিব সাইদুর রহমান মিন্টু, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি শাহীন চৌধুরী, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, চান্দগাঁও ল্যাবরেটরী পাবলিক স্কুল ও কলেজের সভাপতি ইসমাইল ফারুকী, ক্যাব যুব গ্রæপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা ইয়াছমিন, চট্টলা কন্ঠের সম্পাদক কমল চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সায়মা হক, ছাত্র নেতা রাসেল উদ্দীন, ইমদাদুল ইসলাম, সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, সমাজকর্মী সাজ্জাদ উদ্দীন, ক্যাব সদরঘাটের সভাপতি মো. শাহীন চৌধুরী, যাত্রী কল্যাণ সমিতির সাবেক সভাপতি সৈয়দ মো. মোখতার উদ্দীন, ক্যাব নেতা এম এ আওয়াল শাহীন প্রমুখ।
সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ক্যাম্পেইন কর্মসূচি ২০২৪ বিষয়ে আলোচনা ছাড়াও পরবর্তী করণীয় বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। একইসাথে ২০১৮ সালে দেশব্যাপী ছাত্রদের নিরাপদ সড়কের আন্দোলনের প্রেক্ষিতে নতুন সড়ক পরিবহন আইন প্রণিত হলেও আইনটি কার্যকর না হওয়ায় নতুন আইনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। নতুন সড়ক পরিবহন আইন প্রণয়নের বিষয়ে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিজ্ঞপ্তি