আগ্রাবাদবাসীর দীর্ঘ প্রত্যাশিত শেখ বশির আহমেদ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার সকালে আগ্রাবাদ এক্সেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে হাজী শেখ বশির আহমেদ সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আজকের দিনটি আগ্রাবাদবাসীর জন্য এক বিশেষ দিন। এই সড়ক উন্মুক্ত হওয়ার আনন্দ মানুষের মুখে দেখে মনে হচ্ছে, আজ যেন ঈদের উৎসব। এই রাস্তা মানুষের চলাচলের পথ, মানুষের জীবনের অংশ। এই পথ উন্মুক্ত করতে পেরে আমি নাগরিক দায়িত্বের পাশাপাশি এক মানবিক অঙ্গীকার পূরণ করতে পেরেছি বলে মনে করছি।
তিনি বলেন, আমি ওয়াদা করেছিলাম, মেয়র হলে সড়কটিকে আমি দখল থেকে উদ্ধার করে উন্নত করে দিব। মেয়র হিসেবে নয়, একজন নগরবাসী হিসেবে আজকের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারায় আমি পরম তৃপ্তি অনুভব করছি।
মেয়র ঘোষণা দেন, এই রাস্তা এখন থেকে হবে একটি পরিচ্ছন্ন, দখলমুক্ত ও মাদকমুক্ত এলাকা। কেউ এখানে অবৈধভাবে বসতি বা দোকান বসাতে পারবে না। প্রয়োজনে মাঝখানে আইল্যান্ড ও বাগান করে সড়কটিকে সৌন্দর্যবর্ধন করা হবে। এ এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র ও হাসপাতাল আছে। এই সড়ক নগরীর ২৪ ও ২৭ নং এলাকার সড়ক ব্যবহাকারীদের যাতায়াতকে সহজ করবে। সড়কটি এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নগরীর ৪০টি বড় বড় রাস্তার টেন্ডার হয়েছে। ইনশাআল্লাহ শীঘ্রই দৃশ্যমান রেজাল্ট আপনারা দেখতে পাবেন।তিনি বলেন, আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে চাই। কেউ মাদক ব্যবসায় বা সেবনে যুক্ত হলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। জনগণই হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বশক্ত প্রতিরোধ। আগামী ফেব্রæয়ারির নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।
দক্ষিণ আগ্রাবাদ ২৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেকান্দার, চসিক নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন আহমেদ, ফয়েজুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মনজুর মিয়া, যুগ্ম আহব্বায়ক এস্কান্দর মির্জা, হাসান রুবেল, সদস্য সচিব মিজানুর রহমান মোস্তফা, সদস্য সেকান্দর কোম্পানি, শহিদুল হক বাবু, ছোট পোল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, সিঙ্গাপুর মার্কেট সভাপতি মোহাম্মদ ফরিদ, মহানগর মোটর চালক দলের সদস্য সচিব রাকিউদ্দিন রকি, ডা. সিরাজ, আব্দুল মাবুদ, আব্দুর রব, মো. সুমন, মো. আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি











