এস এস ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ)। গতকাল সাগরিকা মহিলঅ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সিসিএ ২৮ রানে বেসিক ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ১৩২/০৭(২০): জয় ৩৪ ও মাসুদ ৩৪ রান করেন। ইব্রাহিম ৩টি ও সিয়াম ২টি উইকেট নেন। বেসিক ক্রিকেট একাডেমি: ১০৩/১০(১৮), সৈকত ২৮ রান করে। নুর ৩টি উইকেট নেন। ম্যান অফ দ্যা ফাইনাল নুর হোসেন, সেরা বোলার ইব্রাহিম ও ব্যাটার আব্দুল্লাহীল মাসুদ। খেলা শেষে চট্টগ্রাম কোচেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। আর ডি নাথ কাজল এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোচেস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ফারুক হোসেন টিটু, ক্রিকেট কোচ আমিনুল হক, কোচ ফয়েজ উল্লাহ্ সুমন ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ তানভীর।