‘নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অনলাইন মিডিয়া অনন্য ভূমিকা রাখতে পারে’

1

গত ২৬ ফেব্রুয়ারি বিকালে নগরীর হামজারবাগস্থ আজাদ কমিউনিটি সেন্টারে ব্যাপক আয়োজনে উদ্বোধন করা হয় ‘অনলাইন পপুলার নিউজ টিভি (পিনিউজ) চ্যানেল’। পিনিউজ সম্পাদক আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, মুখপাত্র এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, ড. সেলিম জাহাঙ্গীর, প্রফেসর ড. নু ক ম আকবর হোসেন, অধ্যক্ষ আল্লামা সৈযদ অসিযর রহমান আলকাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান ফরিদ, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, জাতীয় পার্টি-জেপি (পার্থ) প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জুল করনাইন, মাহবুবুল হক খান, সাংবাদিক ম. সামশুল ইসলাম, কাসেম শাহ, মো. মহিউদ্দিন, অধ্যক্ষ ড. কামাল উদ্দিন, বিজিএমই’র সাবেক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মেছবাহুর রহমান, অধ্যক্ষ ওহীদুল আলম, অধ্যাপক সৈযদ জালাল উদ্দিন আল আযহারী, চবি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মঈনুদ্দিন, লেখক নেছার আহমদ, বাবুল কান্তি দাশ। নির্বাহী সম্পাদক আলী আক্কাস নুরীর সঞ্চালনায় ও পরিচালক মাওলানা ইকবাল কাদেরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি কমরুদ্দিন সবুর, জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব আল্লামা আবুল আসাদ জুবায়ের রিজভী, আল হারামাইন হজ কাফেলার চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, জামেয়ার মুফাসসির আল্লামা আ স ম এয়াকুব হেসাইন, রাজনীতিক এনামুল হক সিদ্দিকী, সংগঠক জয়নুল আলম, যুব নেতা সৈয়দ আবু আজম, নাজিম উদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি সাবের আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন, নাত ও গজল পরিবেশন করা হয়। পরে অতিথিদের পিনিউজের বেশকিছু ভিডিও ফুটেজ প্রেজেন্টেশন করা হয়।
বক্তারা বলেন, বর্তমানে টেলিভিশনের চেয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য ও প্রিয় অনলাইন নিউজ পোর্টালগুলো। যত মানুষের হাতে মোবাইল তত নিউজ মানুষের কাছে থাকে।
অনলাইন অ্যাক্টিভিটিজের মাধ্যমে মানুষ দ্রুত সংবাদ সংগ্রহ করতে পারে। দেশের ক্রান্তিলগ্নে পিনিউজ অনলাইন চ্যানেলের কার্যক্রম শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তারা বলেন, বর্তমান সময়ে যেখানে মিথ্যা ও বানোয়াট সংবাদে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, সেখানে পিনিউজ মানুষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে। তারা পিনিউজের গ্রহণযোগ্যতার উপর জোর দেন। পিনিউজের প্রতিপাদ্য বিষয়ের সাথে সঙ্গতি রেখে যাতে সত্যের সন্ধানে নির্ভীক থাকে-সেই উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি