নিম্নমানের তেল না নেওয়ায় প্রতিষ্ঠানে হামলা

2

নিজস্ব প্রতিবেদক

চাপ সৃষ্টির মাধ্যমে একটি প্রতিষ্ঠানে জ্বালানি তেল সরবরাহ করছিলেন বিএনপি নেতা সাইফুল আলম। তবে প্রতিষ্ঠানটি নিম্নমানের তেল নিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় প্রতিষ্ঠানটির কর্মচারী গুরুতর আহত হন এবং ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতা সাইফুল আলম চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির আহব্বায়ক। ৫ আগস্টের পর থেকে তিনি মডার্ন কার্গো ক্যারিয়ার নামের প্রতিষ্ঠানে জ্বালানি তেল সরবরাহ করছিলেন। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি নিম্নমানের তেল সংগ্রহ বন্ধ করলে তিনি ক্ষুব্ধ হন এবং হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ হামলার শিকার প্রতিষ্ঠানের।
মডার্ন কার্গো ক্যারিয়ারের মহাব্যবস্থাপক মো. রায়হানুল কবির বাদী হয়ে পাহাড়তলী থানায় গত সোমবার মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে জানা গেছে, গত ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় মডার্ন কার্গো ক্যারিয়ার লিমিটেডের প্রধান গেটের ভেতরে একদল দুর্বৃত্ত হামলা চালায়। সাইফুল আলম, নোমান আলীসহ ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি লাঠি, রড ও অন্যান্য অস্ত্র নিয়ে জোরপূর্বক প্রতিষ্ঠানে প্রবেশ করে।
হামলাকারীরা প্রতিষ্ঠানটির কর্মচারী রবিনকে বেধড়ক মারধর করে, যার ফলে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। এছাড়া, তারা রবিনের পকেট থেকে সাড়ে ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অফিসের দরজা, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় রবিন ও হাসান নামে দুই কর্মচারী আহত হন, যাদের মধ্যে রবিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রায়হানুল কবির বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠানে জ্বালানি তেল সরবরাহ করতে চাপ সৃষ্টি করছিল। আমরা নিম্নমানের তেল সংগ্রহ বন্ধ করলে তারা ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়ের করেছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা সাইফুল আলম বলেন, আমি ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহব্বায়ক। আমাদের সঙ্গে মডার্ন কার্গো ক্যারিয়ারের কোনো সমস্যা হয়নি। তবে আমাদের এলাকার কিছু ছেলেদের সঙ্গে যুবদলের কয়েকজনের তর্কবিতর্ক হয়েছে, যা গাড়ি রাখা নিয়ে হয়েছিল। এতটুকুই।