পূর্বদেশ ডেস্ক
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন আবেদন করার শেষ দিনে ইসিতে নতুন রাজনৈতিক দলগুলো ভিড় জমিয়েছে। গতকাল রোববার দুপুর পর্যন্ত অন্তত কয়েক ডজন দলের আবেদন জমা দিয়েছেন সংশ্লিষ্টরা। বিকাল ৫টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
নিবন্ধনপ্রত্যাশী দলের চেয়ারম্যান, মহাসচিবও যেমন সশরীরে আসছেন, তেমনি দলীয় নেতাকর্মীদের ঘোড়ার গাড়িতে চড়ে আসতে দেখা যায়। ইসি প্রাঙ্গণে বিরাজ করে উৎসবমুখর পরিবেশে। খবর বিডিনিউজের।
আবেদন জমা দিয়ে কেউ কেউ সাংবাদিকদের কাছে নিজেদের প্রতীক ও দলের নাম যেমন তুলে ধরতে চান, তেমনি অনেকে চুপচাপ আবেদন জমা দিয়ে চলে যাচ্ছেন। দলগুলোর মধ্যে কোনো কোনোটির রয়েছে বাহারি নামও।
সবার দাবি, নির্বাচন কমিশন-ইসির সব শর্ত পূরণ করেই নিবন্ধন আবেদন করা হচ্ছে। তাদের দল নিবন্ধন পাবেই।
গতকাল দুপুর পর্যন্ত যেসব দলের আবেদন জমা পড়েছে- জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি); হ্ন গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা); বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি; বাংলাদেশ ফরায়েজী আন্দোলন; বাংলাদেশ সিটিজেন পার্টি; ইসলামী ঐক্যজোট ; নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি); বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি; বাংলাদেশ গণবিপ্লবী পার্টি ; ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ); বাংলাদেশ ক্ষুদ্র নৃ গোষ্ঠী ফেডারেশন ; জনতার দল; বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি; বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল); বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি); জাতীয় ন্যায় বিচার পার্টি; বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও আ আমজনগণ পার্টি।
নির্বাচন কমিশনের নিবন্ধন পেলে নির্ধারিত প্রতীকে ভোট করতে পারবেন সংশ্লিষ্ট দলের প্রার্থীরা; ভোটে অংশ নিতে দলের প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এবারের নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহবান করা হয়। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল।
এনসিপিসহ ৪৬টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হয়েছে হত গতকাল।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। সম্প্রতি নিবন্ধন স্থগিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আর আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জাময়াতে ইসলামী।
গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে নিবন্ধন পেয়েছে ৬টি দল। সবমিলিয়ে এখন নিবন্ধিত দলের সংখ্যা ৫০। এর আগে গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ইসিতে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল।