নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়ে প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সেই সঙ্গে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পুনর্গঠনও দাবি করেছে দলটি।
নিবন্ধন আবেদনের শেষ দিন গতকাল রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রয়োজনীয় দলিলপত্রসহ এনসিপির আবেদন জমা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন। খবর বিডিনিউজের।
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ায়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহব্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এ সময় তার সঙ্গে ছিলেন।
বিকাল ৪টার দিকে জনা পঞ্চাশেক নেতাকর্মীসহ এনসিপি প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসে। পরে নির্বাচন ভবনের দ্বিতীয় তলায় ডেসপ্যাচ শাখায় গিয়ে আবেদনপত্র জমা দেন তারা।
আবেদনপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আখতার হোসেন বলেন, আমরা ইসি কর্মকর্তাদের কাছে আবেদনপত্র জমা দিয়েছি। নিবন্ধনের শর্ত পূরণ করে-এমন সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমরা এনসিপির দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক চেয়েছি।
তিনটি প্রতীকের কথা আবেদনে বলা হলেও ইসি শাপলা প্রতীককে এনসিপির প্রতীক হিসেবে বরাদ্দ দেবে বলে প্রত্যাশা রাখেন তিনি।
নাসীরুদ্দিন পাটোওয়ারী জানান, শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক হিসেবে চেয়েছে এনসিপি। এরমধ্যে শাপলাই বরাদ্দ পাবেন বলে তারা আশাবাদী।
তিনি বলেন, এনসিপি নিবন্ধন পাবে এবং শাপলা প্রতীককে জয় করা হবে আগামী নির্বাচনে।
জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে জয়ী হয়ে এনসিপি সরকার গঠন করতে পারবে বলে তিনি দাবি করেন।