ঘর থেকে বের হচ্ছেন না দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান রহমান খান। নিজেকে বন্দি করে রেখেছেন এই তারকা। সম্প্রতি তিনি জাপান থেকে ফিরেছেন। এর পর থেকেই তিনি একান্ত গৃহবাস নিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতেই তাহসান এই পথ অবলম্বন করেছেন। অর্থাৎ, বর্তমান প্রচলিত ভাষায় তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। বুধবার অভিনেতার একটি নাটকের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। এছাড়া আগামী সপ্তাহেও তার নাটকের শুটিং রয়েছে। কিন্তু তাহসান কোনো নাটকের শুটিংই করতে পারবেন না বলে পরিচালক-প্রযোজকদের সাফ জানিয়ে দিয়েছেন। বলেছেন, ‘এখন কাজ করার সময় নয়, নিজেকে বাঁচানোর সময়।’
সূর্যোদয়ের দেশ জাপান থেকে ফিরে সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেতা ও গায়ক তাহসান খান। সেখানে তিনি লিখেন, ‘প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজকরা- আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এ মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশা করি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।’ দীর্ঘদিন বাসায় বন্দি থাকা কষ্টের হলেও নিরাপত্তার স্বার্থে তাহসান এভাবেই থাকতে চান। বাসায় টিভি, ফেসবুক ও নিজের কাজের চর্চা করে সময় কাটছে অভিনেতার। পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে তার বক্তব্য, ‘বর্তমান পরিস্থিতিতে নিজেকে আলাদা করে রাখাটা আপনার-আমার সবার দায়িত্ব। একমাত্র এভাবেই সঙ্কট মোকাবিলা সম্ভব।’