বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মী হয়ে ১৯৮৯ সাল থেকে আজ পর্যন্ত রাজনীতি করে আসছি। আমার রাজনৈতিক জীবনে কখনো কোন প্রকার অনৈতিক কোন র্কাযকলাপে যেমন জড়িত ছিলাম না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেইনি। কিন্তু একটি মহল আমার বিরুদ্ধে কয়েকটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সম্প্রতি ঘটে যাওয়া অক্সিজেন এলাকায় ঘটে যাওয়া ঘটনার সাথে আমি কোনভাবে জড়িত নই।
উপরোক্ত বক্তব্য রেখে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন পাঁচলাইশ থানার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালামত আলী। গতকাল বিকালে নগরীর চট্টগ্রাম একাডেমী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কর্মী। ১৯৮৯ সাল থেকে এই পর্যন্ত যুবদল ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পদে রাজনীতি করেছি। কোনদিন দলের শৃঙ্খলা ভঙ্গের কাজে জড়িত ছিলাম না। ১৯৯৬ সালেও আওয়ামীলীগ বিরোধী আন্দোলন করেছি। ১/১১ সরকারের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ হয়ে কাজ করেছি এবং ২০০৮ সালের পর থেকে সরকারবিরোধী সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি। ২০১৪ এবং ২০১৮ সালে নাশকতার একাধিক মামলার আসামি হয়েছি। ২০২৩ সালের ৩০ অক্টোবর আমি ও আমার ছেলে গ্রেফতার হয়েছি এবং মামলা এখনও চলমান আছে। গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সকল কর্মসূচিতে মুরাদপুর, বহদ্দারহাট, নিউমার্কেট, কোর্ট বিল্ডিং চত্বরে সক্রিয় অংশগ্রহণ করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কামাল উদ্দীন সোহেল, আলিফ, শোভন, বাকিব বাদশা প্রমুখ। বিজ্ঞপ্তি