নিগার সুলতানার সেঞ্চুরিতে চারে চার বাংলাদেশ

15

বাংলাদেশ নারী ইমার্জিং দলের জয়রথ ছুটছেই। দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ আজ আরেকটা বড় জয় পেয়েছে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে দক্ষিণ আফ্রিকানদের গতকাল ১১০ রানে উড়িয়ে দিয়েছেন নিগার সুলতানা, সালমা খাতুনরা। এ নিয়ে সিরিজে চার ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেলো বাংলাদেশ।
সিরিজে আগের চার ম্যাচে কোনো দলই সংগ্রহ দুইশ পেরুতে পারেনি। সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ সেটাকেই অপূর্ণতা ভাবল হয়তো! আজ দুইশ ছাড়িয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ইমার্জিং দলের অধিনায়ক নিগার সুলতানা। প্রথমে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানার অপরাজিত ১০১ রানে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে বাংলাদেশ।
পরে জবাব দিতে নেমে ফাহিমা খাতুন ও সালমা খাতুনদের স্পিন বিষে ৪৬.৪ ওভারে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।