হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে দৌলত শরীফ (৫২) নামের এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার উত্তর ফতেয়াবাদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই বিএনপি নেতা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুল হামিদের নতুন বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে।
গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান তার নিকটাত্মীয় মো. শহীদুল। তিনি জানান, নিহত দৌলত শরীফ এক সময় প্রবাসে ছিলেন। গত কয়েকবছর পূর্বে প্রবাস থেকে এসে হাটহাজারী পৌর এলাকার কাচারী সড়কে কসমেটিকস ব্যবসা করছিলেন। তিনি এক ছেলে ও তিন কন্যা সন্তানের জনক। তিনি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি পৌর সদরের কাচারি সড়কের ব্যবসায়ী নেতাও ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার উত্তর ফতেয়াবাদ ধোপার দিঘির পাড়স্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি ভবনের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার জানান, খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাত রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে তিনি জানান।