নিখোঁজের দুদিন পর গৃহবধূর লাশ উদ্ধার

1

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাইয়ের ওয়াজ্ঞা পাগলীপাড়া ছড়া থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ মৌমিতা তঞ্চঙ্গ্যার লাশ দু’দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ওয়াজ্ঞা ইউনিয়নের শীলছড়ি সংলগ্ন পাগলীপাড়া ছড়ার শেষ প্রান্তে লাশটি পাওয়া যায়।
এরআগে গত মঙ্গলবার প্রবল বর্ষণে ওয়াজ্ঞা ইউনিয়নের পাগলীপাড়া ছড়া পার হতে গিয়ে নিখোঁজ হয় ওই গৃহবধূ। তার স্বামী সুরেশ তঞ্চঙ্গ্যা স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়ে গত বুধবার কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্ত্রীর লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি জানান, বৃহস্পতিবার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে স্ত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ী ছড়ায় নিখোঁজ হওয়ার পর পানি কমে যাওয়ায় লাশটি কিছু দূরে এসে ভেসে উঠেছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।