নিখোঁজ সালার জন্য এমবাপেদের ফান্ড গঠন

54

নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার উদ্ধার কাজ পুনরায় চালু করতে ফান্ড গঠন করেছেন সাবেক ও বর্তমান তারকারা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষরাও। গত সোমবার কার্ডিফ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বিমানে করে পশ্চিম ফ্রান্স থেকে ইংল্যান্ড আসছিলেন নতের ২৮ বছর বয়সী স্ট্রাইকার সালাহ। কিন্তু ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় বিমানটি হারিয়ে যায়। টানা দিন দিন ব্রিটিশ পুলিশের উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়েও সালা কিংবা বিমানটি খুঁজে বের করতে পারেনি। অবশেষে বৃহস্পতিবার হাল ছেড়ে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করে তারা।
এরপরই বেসরকারিভাবে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সালার পরিবার। তাদের পাশে দাঁড়ায় সালার এজেন্ট মেইসা এ’ডিয়ে। তিনি অনলাইনে একটি ফান্ড পেজ তৈরি করেন। যাতে লক্ষ্যমাত্রা ধরা হয় ২ লাখ ৬০ হাজার পাউন্ড (৩ লাখ ইউরো)। লক্ষ্যমাত্রা ইতোমধ্যেই পূরণ হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলার ও সাধারণ মানুষ এই ফ্রান্ডে অর্থ প্রদান করেছেন। পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে দিয়েছেন ২৬ হাজার পাউন্ড। তার জাতীয় দলের সতীর্থ আন্দ্রে র‌্যাবিয়ট দান করেছেন ২১ হাজার পাউন্ড। সালাহর সাবেক ক্লাব নতের কোচ ভাদিহ হ্যালিলোভিচ দিয়েছেন ২ হাজার পাউন্ড। এছাড়া নামে-বেনামে আরও অনেকে পাঠিয়েছেন অর্থ। ফলে সালার উদ্ধার কাজ এখন আবার চালিয়ে যাওয়া সম্ভব হবে।