নিও ও চিটাগং ইয়াং টেলেন্ট ক্রিকেট একাডেমীর শুভসূচনা

42

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত মেরিডিয়ান ফুডস বিজয় দিবস অনুর্ধ্ব-১৫ ক্রিকেট লিগ এর গতকালের খেলায় নিও ক্রিকেট একাডেমী ২ রানে চিটাগং ক্রিকেট একাডেমীকে ও অপর খেলায় চিটাগং ইয়ং টেলেন্ট ক্রিকেট একাডেমী ৬ উইকেটে ব্রাদার্স ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। দিনের প্রথম খেলায় প্রথমে ব্যাটিং করে নিও ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯১ রান করে। দলের পক্ষে ১৫ রান করে করেন তুহিন ও আবির। চিটাগং ক্রিকেট একাডেমীর সুমন ৪টি উইকেট নেন। এই ৯১ রানকে পুজি করে ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন নিও ক্রিকেট একাডেমী। জবাবে চিটাগং ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৯ উইকেটে করে ৮৯ রান। দলের পক্ষে সাকিব ১৮ ও বিজয় ১৪ রান করেন। নিও ক্রিকেট একাডেমীর আবির ও মাহিন ৩টি করে উইকেট নেন। নিও ক্রিকেট একাডেমীর আবির ম্যাচ সেরা নির্ববচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব এর সিনিয়র সহ সভাপতি তৌফিকুল ইসলাম বাবু।
দিনের অপর খেলায় চিটাগং ইয়ং টেলেন্ট ক্রিকেট একাডেমী ৬ উইকেটে ব্রাদার্স ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ব্রাদার্স ক্রিকেট একাডেমী ১৯.২ ওভারে ১০ উইকেটে ১২০ রান করে। দলের পক্ষে আতিক ২০ ও সাফায়েত ১৮ রান করে। চিটাগং ইয়ং টেলেন্ট ক্রিকেট একাডেমীর ইরফান ১০ রানে ৩টি ও সায়েম ১৭ রানে ২টি উইকেট নেন। জবাবে চিটাগং ইয়ং টেলেন্ট ক্রিকেট একাডেমী ১৭.৩ ওভারে ৬ উইকেট হতে রেখেই জয়লাভ করে। দলের পক্ষে ইরফান ৪৭ ও সাইয়ান ২৭ রান করেন। ম্যাচ সেরা হন ইরফান তার হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা বোর্ডের ডেপুটি ডিরেক্টর মো. সানাউল্লাহ। বিজ্ঞপ্তি