নিউ মার্কেট মোড়ে গুলি করা সুলায়মান গ্রেপ্তার

26

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন চট্টগ্রামে গুলি বর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা থেকে সুলায়মান বাদশা নামে এ যুবককে গ্রেপ্তার করা হয়। যিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে র‌্যাবের ভাষ্য। তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। খবর বিডিনিউজের
র‌্যাব-৭ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার সমাবেশে ‘এ কে-৪৭ সাদৃশ্য’ একটি রাইফেল দিয়ে গুলি করেছিলেন সুলায়মান বাদশা। আহত এক শিক্ষার্থীর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। র‌্যাব জানায়, ৪ আগস্ট নগরীর নিউ মার্কেট মোড়ে এই সমাবেশে গুলি বর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে ছাত্র-জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুরাতন রেল স্টেশন এলাকায় ইমরান হোসেন নামে এক শিক্ষার্থীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় ইমরানের বাবা মামলা করেন। সেই মামলায় সুলায়মান বাদশার নাম ছিল।
র‌্যাব জানায়, ঘটনার পর সুলায়মান নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর দুইটি দলের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।