‘নিউ জিল্যান্ডে আসা সবাইকে স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হবে’

18

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন বলেছেন, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে রবিবার মধ্যরাত থেকে দেশটিতে যাওয়া সবাইকে স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হবে। বিদেশ থেকে ফেরা নিউ জিল্যান্ডের নাগরিকদেরও তা মানতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে জাসিন্দা আরডার্ন বলেন, আমি কোনও দুঃখ প্রকাশ করতে চাই না। এটি একটি অপ্রত্যাশিত সময়। তিনি বলেছেন, ১৬ দিনের মধ্যে এই পদক্ষেপ ও বিধিনিষেধ পুনর্বিবেচনা করবে কর্তৃপক্ষ। ৩০ জুন পর্যন্ত নিউ জিল্যান্ডের বন্দরে কোনও যাত্রীবাহী জাহাজকে নোঙর করতে দেওয়া হয়েছে। তবে জরুরি বিমান ও জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। নিত্য পণ্যের জন্য সুপার মার্কেটে ভিড় করার প্রয়োজন নেই উল্লেখ করে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞা পণ্যের ওপর নয়, মানুষের জন্য। বিদেশ ভ্রমণ যদি জরুরি না হয় তাহলে বের হবেন না। কিছু সময়ের জন্য নিজের বাড়িতে থাকা উপভোগ করুন। করমর্দন, আলিঙ্গন ও হুঙ্গি (নাকে নাক ঘষা মাউরি অভিবাদন) বাদ দিন। আরডার্ন আরও বলেন, আমরা দৃঢ় ও প্রাণবন্ত। এমন পরিস্থিতিতে আমরা আগেও পড়েছি। নিউ জিল্যান্ডে শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে ছয় জন আক্রান্ত হয়েছেন।