জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নাগরিক সংবর্ধনা দিতে জোরেশোরে প্রস্তুতি চলছে।
আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।
এ অনুষ্ঠান আয়োজনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে সহায়তা দিচ্ছেন সেখানে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদসহ অন্যরা। খবর বিডিনিউজের।
শুক্রবার কনসাল জেনারেল নাজমুল হুদার সঙ্গে বৈঠকের পর গিয়াস আহমেদ বলেন, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কেবল আমন্ত্রিতরাই প্রবেশাধিকার পাবেন। সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের তালিকা করা হচ্ছে।
কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের নির্দেশনা অনুযায়ী নাগরিক সমাবেশের প্রস্তুতি চলছে। বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীগণের সহায়তা নিচ্ছি আমন্ত্রণপত্র বিতরণের জন্য।
কম্যুনিটি অনেক বড়। দাওয়াত দিতে পারব মাত্র ৫০০ জনকে। তাই তালিকাটি খুবই সতর্কতার সাথে করতে হচ্ছে। সাত সদস্যের প্রতিনিধি দলের নেতা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে আসার কথা ২২ সেপ্টেম্বর।
জাতিসংঘ মহাসচিবের সচিবালয় জানিয়েছে, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের তরফে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন ২৭ সেপ্টেম্বর। সেদিনই বাংলাদেশের উদ্দেশে তার নিউ ইয়র্ক ত্যাগের কথা রয়েছে।