স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম সাউদি। ‘দলের ভালোর জন্য’ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন টম ল্যাথাম। সদ্যই শ্রীলঙ্কা সফরে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। এরপর এক বিবৃতিতে সাউদির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। একইসঙ্গে ল্যাথামকে দায়িত্ব দেওয়ার ব্যাপারটিও জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকেই দায়িত্ব সামলাবেন তিনি। ২০০৮ সালে কিউইদের জার্সিতে অভিষেক হওয়ার পর ১০২টি টেস্ট খেলেছেন সাউদি। এই ফরম্যাটে তার উইকেট আছে ৩৮২টি। ২০২২ সালের ডিসেম্বরে কেন উইলিয়ামসনের কাছ থেকে নেতৃত্ব বুঝে নেন সাউদি। এরপর নেতৃত্ব দিয়েছেন ১৪ টেস্টে; যার মধ্যে ৬টি করে জয় ও হার এবং ২টিতে ড্র করেছে তার দল।