স্পোর্টস ডেস্ক
কঠোর কোয়ারেন্টিনে থাকার পর অবশেষে মুক্তি মিলেছে বাংলাদেশ দলের। শুরু হয়ে গেছে দলীয় অনুশীলনও। স্বাভাবিকভাবেই দলে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। যা বোঝা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে মুশফিকুর রহিমের পোস্ট করা ছবি দেখলেই। উইকেটের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ‘থামস আপ’ দেখিয়ে মুশফিক লিখেছেন, ‘৮ দিন কোয়ারেন্টিনের পর দারুণ সেশন হলো।
‘দলের বাকিদের মধ্যেও উচ্ছ্বাসের কমতি নেই। গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পা রাখে টাইগাররা। এরপর টানা ৮ দিন কোয়ারেন্টিনে থাকতে হয় পুরো দলকে। যার সঙ্গে জেলবন্দি থাকার তুলনা করেছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সেই অবস্থা কাটিয়ে বৃহস্পতিবার দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল।
ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত মাঠে চারটি গ্রুপে ভাগ হয়ে আলাদা সময়ে অনুশীলন করেছেন মুশফিক-তামিমরা। প্রতি গ্রুপে ৫ জন ক্রিকেটার ও ২ জন করে সাপোর্ট স্টাফ ছিলেন।
মাঠে অনুশীলনের জন্য প্রতি গ্রুপের জন্য ২ ঘণ্টা করে বরাদ্দ রাখা হয়েছিল। তবে এখনও কোয়ারেন্টিন শেষ হয়নি। ফলে আগামী ৭ দিন এভাবেই গ্রুপ করে চলবে অনুশীলন। এরপর কুইন্সতাউনে ৫ দিনের ক্যাম্পে পুরো দল মিলে অনুশীলন চলবে। প্রথম দিনের অনুশীলন হয়েছে মূলত ফিল্ডিং নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২৩ এবং ২৬ মার্চে। এরপর মার্চের ২৮, ৩০ এবং ১ এপ্রিল যথাক্রমে হ্যামিল্টন, ন্যাপিয়ার এবং অকল্যান্ডে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।